Duration 5:14

ফ্লাইট বাতিলে দুবাই মাঠে আটকে আছে কুয়েতি | ফ্লাইট চালু করলো ওমান | সৌদি থেকে দেশে যেতে পারবেন প্রবাসী

4 296 watched
0
214
Published 27 Dec 2020

ওমানে ২৯ ডিসেম্বর থেকে বিমান চালুর ঘোষণা। প্রকাশ: ২০২০-১২-২৭ ওমানে ২৯ ডিসেম্বর থেকে পুনরায় বিমান চালুর ঘোষণা দিয়েছে। একই সময় থেকে সীমান্ত পথ ও সমুদ্র পথও খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওমান সরকার। আজ রবিবার (২৭ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ONA এর টুইটে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বিশ্বে নতুন করোনার প্রাদুর্ভাব রোধে গত সপ্তাহে বিমান চলাচলসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করেছিল ওমান।#কুয়েতে 🇰🇼 আজ রবিবার ২৭ই ডিসেম্বর ২০২০ ইং তারিখ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ২০৪ জন,সুস্থ হয়েছে ১৯৯ জন এবং মারা গিয়েছে ০২ জন। মোট আক্রন্তের সংখ্যা ১৪৯,৬৫৩ জন। মোট সুস্থতার সংখ্যা ১৪৫,৫৭৯ জন। মোট মৃতের সংখ্যা ৯৩১ জন। গত ২৪ ঘন্টায় নতুন নমুনা পরিক্ষা করা হয়েছে ২,১৫৮ জন, এবং মোট পরীক্ষা করা হয়েছে ১,২৪৩,৪২২ জন। আল্লাহ্ আমাদের সকলকে এই মহামারি থেকে হেফাজত করুক। আমীন!🤲 সূত্রঃ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। #Covid19 #Coronavirus #GCC #Kuwait #Saudi #Qatar #Bahrain #UAE #Oman #الكويت

Category

Show more

Comments - 11