Duration 11:52

কারক ও বিভক্তি//পর্ব ৪//অ-কারক- সম্বন্ধ ও সম্বোধন পদের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ব্যাকরণএখনহাতেরমুঠোয়

625 watched
0
62
Published 8 Jun 2020

#বাংলাব্যাকরণশেখারগোপনকৌশল মা সরস্বতী শিক্ষায়তন ।। দীর্ঘ দশ বছরের বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান।। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়।। সবচেয়ে সহজ পদ্ধতিতে বাংলা ব্যাকরণ (কারক ও বিভক্তি) মনে রাখার গোপন কৌশল।। ব্যাকরণ এখন হাতের মুঠোয়।।আমরা করবো জয় নিশ্চয়! নিজের ও চ্যানেলের উপর আস্থা রাখুন।। ***************************************************** দশম শ্রেণির বাংলা ব্যাকরণ। Karok/ কারক/ চতুর্থ পর্ব- অ-কারক- সম্বন্ধ ও সম্বোধন পদের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা।। কারকের এরকম ব্যাখ্যা জীবনে কোনোদিন শোনেন নি।। সম্বন্ধ পদ- সাধারণত র বা এর বিভক্তি যুক্ত হয়। তবে বহুবচনে দের,এদের,দিগের বিভক্তি যুক্ত হয়। কখনো কখনো কখনো সম্বন্ধ পদে কার/কের বিভক্তিও লক্ষ্য করা যায়।। সাধারণত কার,কাদের, কীসের দিয়ে প্রশ্ন করলে সম্বন্ধ পদ পাওয়া যায়।। ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ রয়েছে।। সম্বোধন পদ - সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয় তবে বহুবচনে রা বিভক্তি হয়।। সম্বোধন মানে ডাকা। আর আমরা কাউকে বিভিন্নভাবে ডাকতে পারি যেমন ‘নাম ধরে’, ‘সম্পর্ক ধরে’, ‘সম্বোধনসূচক অব্যয় সহযোগে’, ‘পেশা ধরে’ ইত্যাদি।এর বিশ্লেষণ ভিডিওটিতে আছে।। অবাক হয়ে গেলেন!কিন্তু এটাই সঠিক।। সম্পূর্ণ ভিডিওটি দেখুন সব বুঝে যাবেন।। ***************************************************** তবে চতুর্থ পর্বটি দেখার আগে প্রথম তিনটি পর্ব দেখে নিন।। প্রথম পর্ব- /watch/gaIyq4lRiRwRy দ্বিতীয় পর্ব-/watch/40qwKuvNGEtNw তৃতীয় পর্ব-/watch/Ad1p_Dzbxglbp প্রযত্নে - Maa Saraswati Shikshayatan Maa Saraswati Shikkhayatan মা সরস্বতী শিক্ষায়তন। জ্ঞান যেখানে মুক্ত। ***************************************************** সহজে কারক শিখে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখুন।। এই চ্যানেলে সমস্ত ব্যাকরণের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া হয়।। এছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের উন্নতমানের নোট,কমন ও সাজেশন দেওয়া হয়।। /watch/sjS5rfBudFdu5 ***************************************************** Contact us : Maa Saraswati Shikkhayatan; Amtalighat, Bamangola, Malda; 9851615653 Instragram id-https://instagram.com/maasaraswatishikkhayatan?igshid=15g2dehomqq2i Facebook id-https://www.facebook.com/anup.sarkar.965580 ***************************************************** #মাসরস্বতীশিক্ষায়তন #MaaSaraswatiShikkhayatan #বাংলাব্যাকরণ Please like comment share and don't forget to subscribe our channel.. Thank You.

Category

Show more

Comments - 16